মহেশ খালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম, সারা বাংলাদেশে চলছে সরকারের ঘোষিত কঠোর শাটডাউন।কঠিন অবস্থানে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী।আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দৌড়ে পালাতে গিয়ে মোঃ হাছান নামের একজন আহত হয়েছে।
গত ২জুন(শুক্রবার) রাত ৮ ঘটিকার পরে এ ঘটনা ঘটে।সরকার ঘোষিত শাটডাউনের কারণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায় মাতার বাড়ীর বিভিন্ন এলাকায়।এসময় মাতার বাড়ী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড শান্তি বাজারেও অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি।তখন তিনি বাজার থেকে গ্রামের দিকে দৌড়ে নামার সময় একটি পাথরের ওপর হোঁচট খেয়ে পড়ে গেলে তার হাত-পা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পাই।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডাক্তারের ফার্মেসীতে নিয়ে যাই।
আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করে পরিচালনা করে তাদের অভিযান।শাটডাউনে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেও কিছু মানুষ থাকে ঘরের বাইরে।তাই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় দৌড়ে পালাতে গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের দূর্ঘটনা।