তাহিরপুরপ্রতিনিধি : রোকন উদ্দিন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা, যানবাহন পরিচালনা করা, এবং মাস্ক পরিধান না করায়, অপ্রয়োজনে ঘরের বাহিরে যাওয়ার ফলে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন বাজারে ও সড়কে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।
শুক্রবার (২ জুলাই) মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাহিরপুর সদর বাজার, আনোয়ারপুর, বিন্নাকুলি, লাউরেরগড় বালিজুরি সহ অন্যান্য বাজার এবং সড়কে ১১টি মামলায় মোট ১ হাজার ৮শ’ টাকা (১১ জনকে) জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার এবং বিজিবি সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান,আমরা জনগনকে সচেতন করার পাশাপাশি, সরকারি বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারে ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করি। তিনি বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।’জনাব আব্দুল লতিফ তরফদার বলেন এই মহামারী করোনা হতে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে।মনে রাখতে হবে আপনি নিরাপদ মানেই আপনার পরিবার নিরাপদ।আমদের আহ্বান থাকবে আপনারা জরুরি কোন প্রয়েজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না, সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।