তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রোকন উদ্দিন,সরকার ঘোষিত লকডাউন চলছে সারা দেশে,করোনা মহামারী থেকে সবাইকে নিরাপদ থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার পাশাপাশি ভ্রাম্মমান আদালত পরিচালনা করা হচ্ছে,তারি দ্বারাবাহিকতায় তৃতীয় দিনের মত তাহিরপুরে চলছে কঠোর লকডাউন।ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। তাহিরপুর সরকারি নির্দেশনা অমান্য করায় আরিফ মিয়া (৩২) নামে এক যুবককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার সদর বাজারে এ ঘটনা ঘটে। আরিফ মিয়া তাহিরপুর সদর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত অভিযানে দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব আবুল লতিফ তরফদার ও সুনামগঞ্জ ২৮ বিজিবির সুবেদার নজরুল ইসলাম