ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : নজরুল ইসলাম, তৃতীয় দিনের মতো চলা কঠোর লকডাউনে আজ শনিবার (৩ জুলাই) ৩৪৩ মামলায় প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসন আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৪৩টি মামলায় দুই লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা জরিমানা করে আদায় করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে ভালুকার নির্বাহি ভূমি কমিশনার মোহাম্মদ মাইনুদ্দিন ভালুকা উপজেলায় বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৪ মামলায়২৯২০০জরিমানা করেন
সরকারি তথ্যমতে, ময়মনসিংহ জেলা প্রশাসন আজ ১৩৪টি মামলায় ৬২ হাজার ২৭৫ টাকা, ময়মনসিংহ সিটি করপোরেশন ১৩টি মামলায় দুই হাজার ৭০০ টাকা এবং উপজেলা প্রশাসনের ১৯৬টি মামলায় এক লাখ ৮২ হাজার ৮৫৫ টাকা জরিমানা আদায় করেছে।
লকডাউন কার্যকর করতে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান রাজপথে থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।