প্রতিনিধি : সুমন মোহাম্মদ, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যাবস্হা (ড্রেন, নালা, মেঠোপথে কালভাট নির্মাণ ইত্যাদি) না রেখে এবং সরকারের নির্মাণ আইন ও নির্মাণ নীতিমালা অনুসরণ না করে অপরিকল্পিত ঘরবাড়ি ও বানিজ্যিক ভবন নির্মাণ এবং ভবিষ্যতের জন্য ভিটাভরাট করার কারণে চন্দনাইশ উপজেলা ও পৌর এলাকায় তুলনামূলক নিম্ন-এলাকার ঘরবাড়ি, মাঠঘাট, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ-করে ধানিজমি ও বীজতলা জলাবদ্ধতার শিকার হচ্ছে। এর ফলে স্হানীয় মানুষের ব্যাপক লোকসান ছাড়াও জন-দুর্ভোগ ও বিড়ম্বনার কবলে পড়ে ব্যাহত হচ্ছে কৃষি কাজ, চারা উৎপাদন, আমন ধান বীজতলা ও স্বাভাবিক কাজকর্ম।
জনস্বার্থে এবং উন্নয়ন কার্যক্রমকে টেকসই ও জনকল্যাণমুখী করতে ভিটাবাড়ী, গ্রামের মেঠোপথ এবং বিলের প্রয়োজনীয় অংশে অত্যাবশ্যকীয়ভাবে টেকসই ড্রেন, নালা, কালভার্টের ব্যাবস্হা করার করার জন্য স্হানীয় জনসাধারনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন চন্দনাইশের সচেতন নাগরিক সমাজ। একই সাথে এ বিষয়ে উপজেলা পরিষদ ও পৌরসভার মাসিক সমন্বয় সভায় এজেন্ডা অনুমোদন করতঃ তা দ্রত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে স্হানীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও পৌরসভার মেয়র-এর প্রতি দাবি জানিয়েছেন চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌর এলাকার সচেতন নাগরিক সমাজ।