রাজবাড়ী জেলা প্রতিনিধি : টি এম এম আলমগীর আল আরাফ, রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। জানাগেছে, রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে,
০৩/০৭/২০২১ইং তারিখে রাত ১৯.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই/আতাউর রহমান, এস আই/ নাজমুল আলম সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার সদর থানাধীন বিলনয়াবাদ সাকিনস্থ আরজু শেখ, পিতা মৃত মঙ্গল শেখ এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে, রাজবাড়ী সদর উপজেলা শহীদ ওহাবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধুলদীজয়পুর গ্রামের মোঃ মকবুল মোল্লার ছেলে মোঃ ইমরান মোল্লা (২৯) ১০২ (একশত দুই) পিছ ইয়াবা ট্যাবলেট,(মূল্য ৩০,৬০০/- টাকা) এবং মাদক বিক্রিত মোট ৭,৪৬০/- টাকাসহ গ্ৰেফতার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে।