রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল, বাঘাইছড়িতে করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়ান রাঙামাটির বাঘাইছড়িতে করোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া। স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী সেবা সংস্থা ব্রাকের হিসাব মতে উপজেলার সীমান্তবর্তী দূর্গম সাজেক ইউনিয়নে হঠাৎ ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে।
এ বিষয়ে নয়ন চাকমা বলেন গতবছর সাজেকে মহামারী আকারে ডায়রিয়া এবং হাম (পোলিও) দেখা দিয়েছিল। তবে সেনাবাহিনীর সহায়তায় হ্যালিকপ্টারের সাহায্যে অনেক মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়েছে। উপজেলায় করোনা রোগী ৩৬ জন পাশাপাশি ম্যালেরিয়া রোগী ৭৮ জন ফলে করোনার পাশাপাশি ম্যালেরিয়ার আতংকে ভুগছেন সাধারণ মানুষ ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন এ বছর একটানা বৃষ্টিপাত না হওয়ায় মশার প্রজনন বেড়েছে। বৃষ্টিপাত না হলে পাহাড়ের বিভিন্ন ঝিরি ও ছড়ায় পানি জমে মশার প্রজননে সুবিধা হয়। এ ছাড়া ভারতের মিজোরাম রাজ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেখান থেকেও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।