মহেশ খালী উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম, বেহাল অবস্থা রাস্তাঘাটের,তাই যেকোনো সময় ঘটে যায় দূর্ঘটনা। মাতারবাড়ী যাওয়ার সড়কে মালবাহি ইজিবাইক (টমটম) গাড়ি উল্টে খাদে পড়ে গিয়েছে। মাতারবাড়ী-চালিয়াতলি (দারারখাল) সড়কে একটি মালবাহি ইজিবাইক (টমটম) গাড়ি উল্টে খাদে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (৫ জুলাই) আড়াইটার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী টু চালিয়াতলী সড়কে দারাখাল বীজ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জানাযায়, মাতারবাড়ী-চালিয়াতলি (দারারখাল) সড়ক এলাকায় সামনে থেকে একটি গাড়ি সজোড়ে হরণ দিচ্ছিল। ওই গাড়িকে সাইড দিতে গিয়ে মালবাহী ইজিবাইক (টমটম) গাড়িটি খাদে পড়ে উল্টে যায়।