প্রতিনিধি তাহিরপুর :রোকন উদ্দিন,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়। এসময় ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটারতেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, ১ প্যাকেট মুড়ি, ১টি সাবান উপকার ভোগীদের দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাবেক সভাপতি আব্দুছ সোবহান আখঞ্জি, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, আওয়ামী লীগ নেতা আনুপ রায়, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাসসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগণ।