রাজবাড়ী জেলা প্রতিনিধি: টি এম এম আলমগীর আল আরাফ, রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১কেজি গাঁজা সহ গ্রেফতার হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায়, রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে, ওসি ডিবি রাজবাড়ী প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ৬জুলাই বিকাল ৩টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই/ মিঠু ফকির, এএস আই/ আঃ লতিফ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়ির সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে, ১কেজি গাঁজা সহ মো: সাগর শেখ(২৫)কে গ্রেফতার করা হয়। ১কেজি গাঁজার
মূল্য আনুমানিক( ৩০,০০০) টাকা। জানা যায়, মাদক ব্যবসায়ী মো: সাগর শেখ(২৫), আশরাফুল শেখের ছেলে। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকায়।এ মামলা রুজু করা হয়েছে।