তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন,মহামারী করোনা রোধে সরকারঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া মটর সাইকেল ও ঠেলা গাড়ি চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০০ জন চালকের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় । খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি ডাল,১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, আধা কেজি মুড়ি, ১টি গোসলের সাবান।
খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ। খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা করেন, এসময় রায়হান কবির বলেন আমরা অসহায় দুস্ত মানুষদের তালিকা তৈরী করে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার চেষ্টা করছি।যে সকল অসহায় মানুষের কর্মসংস্তান নেই, তারা যদি তালিকা থেকে বাদ পরে থাকেন তাহলে ৩৩৩ নাম্বারে কল করলে সহায়তা পাবেন। তবে যারা সহায়তা পাওয়ার উপযুক্ত তারাই পাবেন।