সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধি : মোহাম্মদ রনি মিজি, নিউ ইয়র্কের ম্যানহাটন ইস্ট হাউসটন এবং ক্লিনটন স্ট্রিটে বাংলাদেশি যুবকের লাশ পাওয়া গেছে। বাংলাদেশি এই যুবকের নাম বরকত উল্লাহ মুন্না। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নবগ্রাম গ্রামে।
জানা গেছে, মুন্না ম্যানহাটনে ফুড ডেলিভারির কাজ করতেন। বাই সাইকেলে করে ডেলিভারি দিতে গিয়ে দ্রুতগামী একটা গাড়ীর সাথে ধাক্কা খায়। সন্ত্রাসীদের ঐ গাড়ীটি পুলিশের ধাওয়া খেয়ে রেড লাইট অমান্য করে ছুটছিলো। রেড লাইট অমান্য করে ঐ গাড়ীটিই তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউইয়র্কের একাধিক প্রবাসী বাংলাদেশি জানান, ইলেকট্রিক বাইক দিয়ে ডেলিভারি দিতে গিয়ে প্রায়ই এমন ঘটনার শিকার হতে হচ্ছে। এদিকে মুন্নার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিতে