মহেশ খালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম, চারদিকে পানিতে ভরা মাতার বাড়ী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড সাইরার ডেইলের খাল-বিল।তাই যেকোনো সময় ঘটে যাই,পানিতে ডুবে শিশু মৃত্যুর মত দূর্ঘটনা। মহেশখালীর উপজেলার, মাতারবাড়ী ইউনিয়নের, সাইরার ডেইলে পুকুরে ডুবে মোঃ নাঈমুর ইসলাম(বাপ্পি) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ৮ জুলাই (বৃহস্পতিবার) সাইরারডেইল এলাকায় দুপুর ১ টার সময় এই দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত মোঃ নাঈমুর ইসলাম(বাপ্পি) (৮) মাতারবাড়ী দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং পূর্ব সাইরার ডেইলের স্থানীয় বাসিন্দা জনাব, আরিফ উল্লাহর ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, সকাল ১০ টা থেকে ছেলেটার খোঁজ না পেলে পরিবারের সবাই ও এলাকাবাসীরা তার সন্ধান খুঝতে থাকেন। ফলে ২-৩ ঘন্টা তার খোজ না মেলায় ও খালের পাশ্ববর্তী এলাকায় তার পরনের প্যান্ট দেখতে পেলে তার পিতা ও স্থানীয় কিছু যুবক খালের পানিতে নেমে তার সন্ধান চালাতে থাকে।পানিতে সন্ধান চালানোর এক পর্যায়ে সেলিম নামের এক যুবকের পায়ে লাগলে,পানির নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
নিহতের পিতা জনাব,আরিফ উল্লাহ জানান, সকালে সে খেলা করার জন্য বাড়ি থেকে বাহির হয়। কিন্তু তাকে দেখতে না পেলে তার খোঁজ নিতে থাকি। এক পর্যায়ে বাড়ি থেকে দূরে মাতার বাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পার্শ্ববর্তী ডুবন্ত খালের পানির নিচে তাকে পাওয়া যায়। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।