খাগড়াছড়ি প্রতিনিধি : ইব্রাহীম খলিল, খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছংখোলাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে চার জনকে আটক করা হয়েছে আটককৃত সন্ত্রাসীদের কাছ থেকে ২টি এলজি, ৫টি চাঁদা আদায় বই, ৫টি চাঁদার রশিদ, ২টি মানিবেগ, ২টি বেগ, ৬টি মোবাইল সেট,কিছ ভিজিটিং কার্ড সহ নগদ ৩হাজার ৭শ ৮৫ টাকা উদ্ধার করা হয়।
আইন শৃঙ্খলা বাহীনির সূত্র মতে জানাযায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিন্দুকছড়ি জোনের একটি টহল দল, ছংখোলাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের
৪জন সক্রিয় সদস্যকে আটক করে। আটককৃতরা হলো মানিকছড়ির গচ্ছাবিল এলাকার বাগরা কুমার চাকমার ছেলে দুর্জয় চাকমা (৩২),প্রধান টোল আদায়কারী সহকারী টোল আদায়কারী রিমাপাড়ার বাসিন্দা অমিও মারমার ছেলে অংথই মারমা(২২), সাথই মারমার ছেলে কংচাই মারমা (১৯), লাব্রেচাই মারমার ছেলে চাইলা মারমা (১৯)।
দুস্কৃতিকারীদেরকে অস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গুইমারা থানা থেকে জানা যায় আটককৃত দুর্জয় চাকমা এর বিরুদ্ধে রামগড় থানায় অবৈধ অস্ত্র এবং হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে এবং একজন পলাতক আসামি।