সুনামগঞ্জের তাহিরপুর প্রতিনিধি : রোকন তাহিরপুর, সুনামগঞ্জের তাহিরপুর থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় তাহিরপুর পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সন্ত্রাসবাদ নির্মুল, পুলিশ ও জনগনের ভুমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরুধী আলোচনা হয় সেই সাথে অপরাধ দমনে যে কোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহব্বান জানানো হয়।এছারাও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনের কি রকম ভুমিকা নেওয়া উচিৎ সে সম্পর্কে মতামত শুনা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার (তাহিরপুর ও জামালগঞ্জ)।এ ছাড়াও অন্যান্যের মধ্যে উন্মুক্ত মতামত পেশ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, দীজেন্দ্র কুমার মাধ্যমিক বিদ্যালয় সভাপতি দীপক তালুকদার, যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা রাজন চন্দ্র প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।