নিউজ ডেস্ক: সেবা,শান্তি, প্রগতি আওয়ামী সেচ্ছাসেবক লীগের মূলনীতিকে ধারন করে করোনা মহামারি কালীন এসময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সম্প্রতি অনুষ্ঠিতব্য সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত আহবায়ক ও ঐতিহাসিক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড.এ এইচ এম জিয়াউদ্দিন এর নির্দেশনায় এবং সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহবায়ক সুজিত দাশ-সদস্য সচীব জানে আলমের সার্বিক সহযোগীতায় নগরীর নিউমার্কেট মোড় হতে আন্দরকিল্লা মোড় পর্যন্ত শ্রমজীবী, অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে সরকার নির্দেশিত বিনামূল্যে করোনা টেস্টের ফরম,মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।উক্ত মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন সম্প্রতি অনুষ্ঠিতব্য সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের সদস্য এ্যাড.সুব্রত শীল(রাজু), রাজীব চৌধুরী,জুয়েল দত্ত,সেচ্ছাসেবকলীগ নেতা কর-আইনজীবী শিমুল মন্ডল, প্রকৌ:সবুজ চৌধুরী,রাজীব ধর,দীপক দত্ত,সরকারি সিটি কলেজ ছাত্রলীগনেতা সঞ্জয় দত্ত,মো:জয়নাল আবেদীন,রনি মল্লিক,সুজন ভট্টাচার্য,মো:রাকীব হাসান,তানজিমুল ইসলাম,পিয়াল বড়ুয়া,মো:রাসেল,বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মো:আবুল হাসনাত তালুকদার,ছাত্রনেতা মো:নঈমউদ্দিন,আবছার আহাম্মদ,মো:সোহেল,রুবেল সরদার,রনি চক্রবর্তী,শৈকত চক্রবর্তী প্রমুখ।