ঢাকা প্রতিনিধি : সুমন মোহাম্মদ, সাংবাদিক তানভীর হাসান তানুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ ও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এর ভাইস চেয়ারম্যান এবং টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না।
একই সঙ্গে আইসিটি অ্যাক্টে হয়রানি মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা
শনিবার (১০ জুলাই) বিকেলে আইসিটি অ্যাক্টে দায়ের করা মামলায় তানুকে গ্রেপ্তার করে পুলিশ।
তানু দৈনিক ইত্তেফাক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি। এছাড়াও তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
তানুর বড় ভাই ঢাকা পোস্টের কান্ট্রি এডিটর মাহাবুর আলম সোহাগ বলেন, ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের রোগীদের খাবারের মান নিয়ে গত ৫ জুলাই জাগো নিউজে একটি সংবাদ প্রকাশ হয়। তানুর করা সেই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক