তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন, দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা দল ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করায় তাহিরপুরে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা। রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। সকালে খেলা শেষ হওয়ার পর পরই মধ্য তাহিরপুর রায়পারা আশপাশ এলাকার আর্জেন্টিনার সমর্থকরা মিছিল বের করে। আর্জেন্টিনার পতাকা ও লিওনেল মেসির ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল বের করে তারা। জানা গেছে, আনন্দ মিছিলের সময় পাড়ার যুবকরা কিছু সময়ের জন্য মিছিলে অংশ নেয়। বড়রা এসে ঘরে যেতে বল্লে তারা দ্রুত ঘরে ফিরে যায়। করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন ও বিধিনিষেধ থাকায় মিছিল নিয়ে বেশি অগ্রসর হয়নি আনন্দ উদযাপনকারীরা।
মধ্য তাহিরপুর এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম সিপুল বলেন, কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা দল বিজয়ী হওয়ায় ছোট ছেলেরা আনন্দ মিছিল বের করেছিল। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে দ্রুত ঘরে ফিরে যাওয়ার জন্য বললে তারা চলে গেছে।