ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: নজরুল ইসলাম, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ১ লক্ষ ২৩ হাজার পরিবারকে ২ শতাংশ জমি উপর আধাপাকা ঘর দিয়েছে
তাও আবার ঘরগুলো যদি হয় অনিয়মে তারই ধারাবাহিকতায় মুজিব বর্ষ উপলক্ষে ভারতে ২৭৯ পরিবারকে মাথাগোঁজার ঠাঁই দিয়েছিলেন মুজিব বর্ষের একজন মানুষ গৃহহীন থাকবেনা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ঘোষণার ধারাবাহিকতায় ভালুকায় হত দরিদ্র অসহায় গৃহহীন পরিবারকে ২৭৯ ঘর উপহার দেন প্রতিটি ঘরের নির্মাণের জন্য খরচ নির্ধারণ করা হয় এক লক্ষ ৯০হাজার টাকা কিন্তু সেই ঘর যদি হয় মরন ফাঁদ যেমন ৯ নং কাচিনা ইউনিয়নে প্রকল্পটি নিচু জাগায় করাতে বৃষ্টি বর্ষণ হলে জলাবদ্ধতা দেখা যায় এবং কয়েকটি ঘরে চাল দিয়ে পানি আসে জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব দেখা যায় মল্লিকবাড়ি ইউনিয়নের একই অবস্থা দেয়ালে ফাটল ধরেছে ও বৃষ্টি আসলে চালের উপর থেকে পানি আসে ও ফুলোর উঠে পরছে তাই সকল অনিয়ম কেটে গৃহহীন পরিবারগুলো যেন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে প্রতিটি গৃহহীন পরিবারের চাওয়া