চট্টগ্রামে পুলিশ সুপার এর কার্যালয় এর পাশেই চলছে হকার দের সারাদিন সারারাত ব্যাবসা ! করোনার কঠোর লকডাউন চলছে সারাদেশে কিন্তু চট্টগ্রামের ২ নং গেটে অবস্থিত বিপ্লব উদ্যানের কিছু দোকান খোলা রাখতে দেখা যায় লকডাউনের এই কঠোর সময়ে । পাশেই রয়েছে রাস্তা সেখানে চলছে হকার দের রাস্তা দখল করে চা , ফাস্টফুড , ও ভারি খাবারের স্টল । এবং এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো পাশেই অবস্থিত পুলিশ সুপার এর কার্যালয় এবং নির্বিঘ্নে দোকান চালিয়ে এই করোনা মহামারী লগ্নে ব্যাবসা করে যাচ্ছে এই হকার রা। তাদের এই খাবার বিক্রি কে কেন্দ্র করে জটলা হচ্ছে সাধারণ মানুষ ও স্বাস্থ ঝুঁকিতে পরছে তারা । এমনিতেই করোনার প্রাদুর্ভাব বেড়েছে প্রতিটি জেলায় , প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা তার ওপর এমন স্বাস্থ ঝুঁকি নিয়ে ব্যাবসা চলছে পুলিশ সুপার এর কার্যালয় এর পাশেই ।