রাঙামাটি প্রতিনিধি: শাকিল মন্ডল, বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে রাঙামাটি রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৮জন পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর অসহায় গরীব ও দুস্থকে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক হলে “নিয়মিত মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় এই ৮জন পাহাড়ি-বাঙালী অসহায় গরীব ও দু:স্থ মানুষের মাঝে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ সর্বোমোট ৭৫,০০০/- হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। নগদ অর্থ বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনী, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি সেনা রিজিয়নের বিএ-৭৪৩৫, মেজর মীর মোস্তফা কামাল (পিএসসি) উপস্থিত থেকে এ নগদ অর্থ প্রদান করেন।