রাঙামাটি প্রতিনিধি: শাকিল মন্ডল, পাহাড় আর হ্রদে ঘেরা পার্বত্য এই শহরে “আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা” – এই শ্লোগান কে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোর অদম্য স্পৃহা নিয়ে বেড়ে ওঠা সামাজিক সংগঠন “প্রিয় রাঙামাটি” জেলা ছাড়িয়ে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে মানবতার আলো ছড়াচ্ছে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী। “আর নয় করোনা ভয় থাকবো সচেতন,” করবো জয়। করোনার শুরু থেকে এই স্লোগান কে সামনে রেখে মাঠে কাজ করছে “প্রিয় রাঙামাটি”। বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি প্রতিরোধে দেশ জুড়ে দেওয়া হয়েছে শাটডাউন।তারই অংশ হিসেবে পাবর্ত্যবাসীও আজ ঘরবন্দী।সাধারণ মানুষকে ঘরে রাখতে অদম্য সাহসের সাথে জীবনের ঝুঁকি নিয়ে যোদ্ধার ন্যায় ছুটে চলেছে পাহাড়ের আনাচে-কানাচে “প্রিয় রাঙামাটি” স্বেচ্ছাসেবীরা। প্রিয় রাঙামাটি জেলার আওতাধীন বরকল উপজেলা শাখার উদ্দ্যেগে বিনামূল্যে সবজি বিতরণ,মাস্ক,জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়।
এ সময় ২নং বরকল সদর ইউনিয়নের কুরকুটিছড়ি, দক্ষিণপাড়া, পূর্ব পাড়া, পশ্চিমপাড়া দুর্গম এলাকায় এগুলো বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বরকল উপজেলা শাখার সাধারন সম্পাদক আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সদস্য মোঃ আসিফ,মোঃআজিম,মোঃরফিক। “প্রিয় রাঙামাটি”প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন – রাঙ্গামাটি জেলার পাশাপাশি যেভাবে আমরা উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সবার কাছে আস্থার স্থান গড়ে তুলেছি তারই ধারাবাহিকতায় মহামারী এই করোনা পরিস্থিতি মোকাবেলায় “প্রিয় রাঙামাটি” ( একটি সামাজিক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন) অতীতের ন্যায় সর্বদা কাজ করে যাবে।”প্রিয় রাঙামাটি” সবার ভালোবাসা আর দোয়া নিয়ে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। আপনার-আমার সচেতনতায় হতে পারে মুক্তি। লকডাউনের বিধি নিষেধ মেনে চলি,সুস্থ থাকি।