তাহিরপুর প্রতিনিধি:রোকন, দলীয় কাজে বাসা থেকে বেড় হয়ে শহড়ে যাওয়ার সময় গুরুতর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন তাহিরপুর উপজেলার জন নন্দিত জননেতা সবারপ্রিয় সদা হাস্যজ্জল প্রানবন্ত পরোপকারী বাংলাদেশ আওয়ামীলীগ তাহিরপুর শাখার বিপ্লবী সাধারন সম্পাদক বাবু অমল কর। উনার দুর্ঘটনার কথা মুহুর্তের মধ্যে ছরিয়ে পড়লে নেতা কর্মীরা প্রিয় নেতাকে দেখার জন্য ছুটে যান হাসপাতালে। ওনার নির্বাচনী এলাকার আওয়ামীলগ,ছাত্রলীগ, নেতা কর্মীগন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার সুস্থতার জন্য বিধাতার কাছে প্রার্থনা করছেন।আহত হওয়ার পর
সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য এলাকাবাসীর কাছে দোয়া/ আশির্বাদ প্রার্থনা করেছেন।