রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল, গতকাল ১২/০৭/২০২১ইং রোজ সোমবার আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে বরকলের ভূষনছড়া ইউনিয়ন বজ্রপাতে দুই জন আহত।আহত ব্যাক্তিদের বাসা ৪নং ভূষনছড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ভান্ডারি পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন, একজন পুরুষ এবং একজন মহিলা মোঃ রফিকুল ইসলাম (২০) এবং মোছাঃ জুই আক্তার (২২) স্থানীয়রা জানান, ঘটনাটি ভান্ডারি পারার তাদের নিজস্ব ভিন্ন ঘরের মধ্যে ছিল তারা দুজন। এসময় ভারী বৃষ্টি ও সাথে বজ্রপাত শুরু হয়ে এই ঘটনা টি ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ১২ (বি.জি.বি)ছোট হরিণা জোন হাসপাতালে নিয়ে যায়। বজ্রপাতে তাদের বাড়ি ঘরে অনেক ক্ষতি হয়। এবং তাদের দুজনের মধ্যে একজন মহিলা কিছুটা সুস্থ হলেও ছেলেটি এখনো আহত।