ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি : জহরুল ইসলাম, জমি বিরোধকে কেন্দ্র করে ভালুকার নায়েবের বাজার এলাকায় একটি পোষাক কারখানা মালিকের দুই পা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কারখানা ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার দুপুরে আর্টি কম্পোজিট পোষাক কারখানার সংরক্ষিত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভালুকার নায়েবের বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন পাঠানের সাথে আর্টি কম্পোজিট লি. এর মালিক আ: রাজ্জাকের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে আর্টি কম্পোজিট লি. এর মালিক আ: রাজ্জাক (৬৭) কে ডেকে নিয়ে জসিম পাঠান ও তার লোকজন হামলা চালিয়ে প্রথমে ডান পা কেটে নেয়। ঐ সময় হামলাকারীরা তার অপর পা কুপিয়ে গুরুতর জখম করে। ঐসময় কারখানার শ্রমিক ও এলাকাবাসী ছুটে এসে মিল মালিককে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ তিন জনকে আটক করেছে।