রাজবাড়ী জেলা সংবাদদাতা: টি এম এম আলমগীর আল আরাফ, কোরবানির পশুবাহি ট্রাক ও যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়ায় কয়েক কিলোমিটার এলাকার সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে রয়েছে কোরবানির পশুবাহি ট্রাক ও যাত্রীবাহি বাসসহ প্রায় ৩ শতাধিক যানবাহন এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরের গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ১৫০ শতাধিক পন্যবাহি ট্রাকের সিরিয়াল রয়েছে।
শনিবার দুপুর ১০ টার দিকে দৌলতদিয়ার ঢাকা-খুলনা ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখাযায়। এদিকে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে। এবং সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছে বাসের চালক ও যাত্রীরা। এছাড়া পশুবাহি ও যাত্রীবাহি যানবাহন পারাপারের চাপে পন্যবাহি ট্রাক গুলোকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সুত্রে জানাগেছে, স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারে সময় লাগছে বেশি। এছাড়া যাত্রীবাহি পরিবহনের পাশাপাশি পশুবাহি ট্রাকের চাপ বেড়েছে। যে কারণে দৌলতদিয়ায় সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।