সোনাইমুড়ী (নোয়াখালী ) প্রতিনিধি : মোহাম্মদ রনি মিজি, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় বিজিএফের চাউল বিতরণ কার্যক্রম করা হয়। রবিবার সকালে ১০টায় সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসা মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া, হাফেজ আবু বকর সিদ্দিকী দুলাল, কাউন্সিলর জিএস জাকির হোসেন লাতু, মোঃ জামাল উদ্দিন, জসিম উদ্দিন, কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা হিরন পাটোয়ারী সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদুল আজহার উপহার হিসেবে পৌরসভার ৪ হাজার ৬শ ২১ জনকে দেওয়া হবে এ উপহার।
বিতরণ কার্যক্রম নিয়ে সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। দূর্যোগকালীন এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায়দের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।