মহেশখালী প্রতিনিধি : আবুল কাশেম, অল্প কিছুদিন পর মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।এই দিনে বিশ্বের মুসলমানরা আল্লাহ কে খুশি করার জন্য পশু কোরবানি দিয়ে থাকে।তাই ঈদের ১০ দিন আগে থেকে শুরু হয় কোরবানির জন্য পশু কিনার বাজার।তখন থেকে মানুষ কোরবানির পশু কিনার জন্য বিভিন্ন ধরনের হাটে ঘুরাঘুরি করে। কক্সবাজার জেলার মহেশ উপজেলার মাতার বাড়ী ইউনিয়নের সবচেয়ে বড় বাজার,নতুন বাজারে জমজমাট গরুর-ছাগলের হাট দেখা যায়।মহেশ খালী উপজেলার মাতার বাড়ী ইউনিয়নে প্রতি বছর তিনটি বাজার,নতুন বাজার,পুরান বাজার ও মগডেইল বাজারে গরু-ছাগলের হাট বসে।কিন্তু তিনটি বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু-ছাগলের হাট হচ্ছে নতুন বাজারের গরু-ছাগলের হাট।পুরান বাজার ও মগডেইলের তুলনায় নতুন বাজারে গরু-ছাগল,গরু-ছাগলের ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি বেশি দেখা যায়।নতুন বাজারের সাথে পুরান বাজার ও মগডেইল বাজারে গরু-ছাগলের হাটের তেমন বেশি পার্থক্য উপলব্ধি করা যাইনা..!!কারণ পুরান বাজার ও মগডেইলেও নতুন বাজারের মত জমজমাট গরু-ছাগলের হাট বসে।