রাঙ্গামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল, দীর্ঘ তিনমাস পর বরকল-রাঙামাটির সদরে নৌ-পথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। হ্রদে পানি না থাকায় কারণে এই তিন মাস এই নৌ-পথে চলাচল বন্ধ ছিলো। প্রসংগত, তীব্র তাপদাহে রাঙামাটির কাপ্তাই হ্রদে অস্বাভাবিকভাবে পানি কমে যাওয়ায় হ্রদের নাব্যতা হ্রাস পেয়ে বরকল, সহ আরো প্রায় পাঁচ-সাত টি উপজেলায় গত তিনমাস ধরে নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল জেলা নৌ-পরিবহন লঞ্চ মালিক সমিতি। প্রতি বছর শুস্ক মৌসুমে সঠিকভাবে বৃষ্টিপাত না হলে হ্রদের পানি শুকিয়ে যায় এর ফলে নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ জনগণ সহ ব্যবসায়ীদের অনেক কষ্ট এবং ক্ষতি হয়ে থাকে।
পানি শুকিয়ে যাওয়ায় লঞ্চ চলাচল করতে না পারায় গত তিনমাস ধরে বরকল উপজেলার মানুষদের ছোট ছোট ট্রলার বোটে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনেও দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে জেলা সদর থেকে নিয়ে আসায় ওসব মালামাল উপজেলার সাধারণ ক্রেতাদের বিক্রি করতে হিমশিম অবস্থায় বিক্রেতারা। ফলে একদিকে আর্থিক অন্যদিকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হতে হচ্ছে বরকল উপজেলার সাধারণ মানুষদের। বৃষ্টি হয়ে কাপ্তাই হ্রদে সামান্য পানি হয়েছে তাই বরকল উপজেলা সহ আরো ৫-৭ উপজেলায় সদরে লঞ্চ সার্ভিস বর্তমানে চালু হয়েছে।