রাজবাড়ী জেলা প্রতিনিধি : টি এম এম আলমগীর আল আরাফ, রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলায়, মোঃ সোহেল শেখ নামের এক চালককে অচেতন করে তার অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা করে দুই ছিনতাইকারী। জানা যায়,অটোরিক্সা চালকের পিতা জানান, তার ছেলে সোহেল শেখ শনিবার দিনগত রাতে অটোরিক্সা নিয়ে দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এসময় আটককৃত দুই ব্যাক্তি গোয়ালন্দ আবুলের দোকান এলাকায় যাবে বলে তার ছেলের অটোরিক্সা ভাড়া করে। তাদের নিয়ে রওনা হওয়ার কিছুক্ষন পর তাদের কাছে থাকা চেতনানাশক মেশানো সেভেন আপ সোহেলকে পান করতে বলে। প্রথমে সোহেল রাজি না হলেও তাদের জোড়াজুড়িতে ওই সেভেন আপ পান করে। রাত সাড়ে ১২টার দিকে সোহেল জ্ঞান হারিয়ে অটোরিক্সা থেকে পড়ে যায়। এ সময় যাত্রীরুপি ওই দুই ছিনতাইকারী অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় রোববার ওই অটোরিক্সা চালকের পিতা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত আটককৃৃত আসামীরা হলো গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর কছিমুদ্দিন পাড়ার (রেলগেট) আব্বাস সরদারের ছেলে মোঃ নিজাম সরদার (৩৮) ও গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়ার আব্দুল আজিজ মিয়ার ছেলে মোঃআরিফ মিয়া (৪০) এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার আসামীদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।