তাহিরপুর প্রতিনিধি : রোকন, সুনামগন্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের ৩১২ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বালিজুরী জনকল্যাণ ফাউন্ডেশন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর এ ঈদ সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন । জানা যায়, উপজেলার বালিজুরী গ্রামের ১শত জন বিভিন্ন পেশার লোক মিলে গত মে মাসের মাঝামাঝি সময়ে বালিজুরী জনকল্যাণ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন তৈরি করেন । সংগঠনটি ইতিমধ্যেই গ্রামের বারোজন অসহায় লোককে চিকিৎসার জন্য ষাট হাজার টাকা দিয়েছে।বিভিন্ন প্রতিবন্দি, পঙ্গু, স্বামীপরিত্যাক্ত, অসহায় শিশুদের লেখাপড়ার খরছ বহন করে আসছে। সংগঠনের সদস্যদের দানকৃত অর্থেই এ সহায়তা কার্যক্রম চলছে । করোনাকালীন সময়ে তাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ।
সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন,আমাদের এই সংগঠনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একত্রিত হযেছি, গ্রামের অসহায় মানুষের কল্যাণে এ সংগঠনটি গঠন করা হয়েছে । আশা করছি আমরা আরো বড় পরিসরে কাজ করতে পারবো । বর্তমানে সংগঠনের সদস্যদের দানকৃত অর্থে এ সহায়তা কার্যক্রম চলছে।