তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন, সুনামগঞ্জের তাহিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে শাহীন মিয়া (১৯)। শুক্রবার (২৩ জুলাই) ভোরে পুলিশ পুরানঘাট নামক গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। ওই ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২৩ জুলাই) বিকালে অভিযুক্ত যুবককে কোর্ট হাজতে পাঠায় পুলিশ। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরানঘাট গ্রামের চাঁন মিয়ার ছেলে শাহীন মিয়া গত সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে দশটার দিকে একই গ্রামের ১৪ বছর বয়সী তার ফুফাত বোনকে ঘরের ভেতর আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে কিশোরীর ছোট ভাইয়ের বাঁধার মুখে ধর্ষণে ব্যর্থ হয়ে অভিযুক্ত শাহীন পালিয়ে যায়। পরে কিশোরীর মা তাহিরপুর তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তাহিরপুর থানা পুলিশ পুরানঘাট থেকে অভিযুক্ত শাহীনকে আটক করে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ফুপাতো বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহীনের বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে কোর্ট হাজতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।