মহেশ খালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম, পবিত্র ঈদুল আযহা মুসলমানদের বৃহত্তম একটি ধর্মীয় উৎসব। এই দিনে মুসলমানরা আল্লাহর খুশির জন্য পশু কোরবানি দিয়ে থাকে।কিন্তু প্রত্যেক মুসলমানের কাছে কোরবানি দেওয়ার ইচ্ছা থাকলেও দরিদ্রতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনা। কক্সবাজার জেলার,মহেশ খালী উপজেলার সিপাহি পাড়ায় কুরবানী মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জের ধরে একই পরিবারের চার জন বিষপান করেছে। এতে মায়নুর ইসলাম (১৪) নামক শিশুর মৃত্যু হয়েছে। অন্যন্য বিষ পান কারীদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ জুলাই (বুধবার) রাত ১১টার সময় মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, ইয়ার মোহাম্মদে বোনের বাসা থেকে কুরবানীর মাংস দেওয়া হলে,সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরের সময় কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার সময় ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিবুল ইসলাম (৫), নাফিজা আক্তার (৩), মাইনুর ইসলাম (১৪) কে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেন তাদের মা মুর্শিদা আক্তার। পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনলে,সেখানে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ।অনেক ডাকাডাকি করেও কোন খবর না পেলে স্থানীয়রা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাইনুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব জকরিয়া। মহেশখালীর থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, কুরবানী মাংসের জের ধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেলে আমিসহ মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।