রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল, প্রশাসনকে ফাঁকি দিয়ে রাঙামাটির নানিয়ারচরে চলছে চোলাই মদের ব্যবসা।
পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চলছে চোলাই মদের রমরমা ব্যবসা। নানিয়ারচর সেতু পার হয়ে বাজারে ঢুকতেই চোখে পড়ে চোলাই মদ বিক্রি করা পরিবারগুলোর দূর্গন্ধময় পরিবেশ, ভোগান্তিতে সাধারণ মানুষের। সেখানে গিয়ে দেখা যায় নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণ পাড়া এলাকার বেশকটি পরিবার সংসার চালাচ্ছেন এই চোলাই মদ বিক্রি করে। এতে অতিষ্ট হয়ে উঠছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকবার আইন শৃঙখলা বাহিনী অভিযান পরিচালনা করে এখানকার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম ধ্বংস করলেও অদ্যাবধি বন্ধ করা যায়নি নানিয়ারচরের চোলাই মদের ব্যবসা। দিনের পর দিন তৈরী ও পাচার হচ্ছে চোলাই মদ। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা সদরে লোকচক্ষুর সামনে এভাবে মাদকের ব্যবসা এলাকার সমাজকে নষ্ট করবে। এই ব্যপারে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িতদের ব্যাপারে কোন তথ্য থাকলে আমাদের জানান। নাম পরিচয় গোপন রেখে আমরা অভিযান পরিচালনা করব। তিনি আরো জানান, মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবেনা। এ ব্যাপারে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল হাওলাদার জানান, বেশ কয়েকবার প্রশাসন এই মদ পাড়ায় অভিযান পরিচালনা করে এবং বিপুল পরিমান চোলাই মদ ধ্বংস করার পরেও প্রশাসনকে তোয়াক্কা না করেই তারা মাদকের ব্যবসা করে যাচ্ছে। এতে করে তরুণ ও যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।