তাহিরপুর প্রতিনিধি :রোকন উদ্দিন, হাওরবেষ্টিত ভাটির জনপদখ্যাত তাহিরপুর উপজেলায় শনিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত অ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এরমধ্যে দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। অন্য ৯ জনের নমুনা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী অ্যান্টিজেন পরীক্ষায় শনিবার দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ যাবতকালে উপজেলায় মোট ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৫২ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন, স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলোশনে আছেন ৮ জন, নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৭৭ জন। এ পর্যন্ত উপজেলায় সুস্থ হয়েছেন ৭৭ জন।