তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন,সরকারী বিধিনিষেধ অমান্য করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। শনিবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পৃথক দুটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়। এসময় ১০টি মামলায় (২৬ জনকে) দশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাহিরপুর থানা পুলিশ সদস্য ও আনসার সদস্যাও উপস্থিতি ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির গণমাধ্যমকে জানান, সকলকে যার যার অবস্থানে থেকে সচেতন হয়ে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করছি। করোনা মোকাবিলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তাহিরপুরকে করোনামুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।করোনা মোকাবেলায় সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন হাত ধৌত করতে হবে,মাক্স পরতে হবে,সর্বোপরি ঘরে অবস্থান করতে হবে, মনে রাখতে হবে আপনি নিরাপদ মানেই আপনার পরিবার নিরাপদ।