কক্সবাজার জেলার, মহেশ খালি উপজেলার, মাতার বাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সাইরার ডেইল জেলে পাড়া জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে..!!আজ (শনিবার) সকাল ৯টার জোয়ারের সময় এ অবস্থা দেখা যাই।মেঘাচ্ছন্ন আকাশ,থেমে থেমে হচ্ছে বৃষ্টি, অন্য দিকে উপ্তত্ব সাগর।তাই জিও ব্যাগ দিয়ে তৈরী বেরিবাধ পার হয়ে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলে পাড়া।প্রতি বছর অনেক সময় জোয়ারের পানিতে এই জেলে পাড়া পানির নিচে তলিয়ে যাই।জেলে পাড়ার মানুষ আবারও নতুন করে বসতি করে।এক কথায় বলতে গেলে মাতার বাড়ী সাইরার ডেইলের জেলে পাড়ার মানুষ গুলো পানির সাথে যুদ্ধ করে জীবন ধারণ করে।ঘরবাড়ি হারানোর কষ্ট আসলে তারাই বুঝে যাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছে।কথায় আছে-যার চলে যাই,সেই বুঝে হায় বিচ্ছেদে কত যন্ত্রণা। জানিনা জেলে পাড়ার মানুষের যাযাবরের মত জীবন যাপনের ইতি কখন ঘটবে।