তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট সাব সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার, যিনি দেশকে শত্রু মুক্ত করতে সামানের সাড়ি থেকে যুদ্ধ করেছেন ,জাতিকে দিয়েছেন লাল সবুজের পতাকা সেই বীর যুদ্ধাহত মুক্তিযুদ্ধা আজ শনিবার বেলা ২ টা ১০ মিনিটের ওনার নিজ বাসভবনে সবাইকে কাঁদিয়ে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেলেন। মৃত্যু কালে ওনার বয়স ছিল( ৮০) ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শুকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে চার মেয়ে নাতি নাতনি সহ অনেক গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। জাতির শ্রেষ্ট সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শুক প্রকাশ করেছেন সুনামগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শুক জানিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হুসেন খান,সহঃ সভাপতি আলী মর্তুজা, সাধারন সম্পাদক ভাবু অমল কর,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড, তাহিরপুর মোক্তিযোদ্বা সংসদ, আওয়ামী লীগ নেতা দিপক তালুকদার তারা বীর মুক্তিযুদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এবং শুক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সুত্রে জানাজায় আগামী কাল সকাল ১০ ঘটিকায় উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।