তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন,জানাজা শেষে রাষ্টীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন আরেক সাহসী সন্তান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা মোজাহিদ উদ্দিন আহমদ।আজ রবিবার (২৫ শে জুলাই) উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।এরপর থাকে বাবা মার পাশে কবরস্থানে দাফন করা হয়। এসময় তার দীর্ঘ দিনের সহকর্মী, রাজনীতিবিদ, সমাজকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সহকর্মীরা তার কর্মবহুল জিবনের কর্মকান্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবরের প্রতি সমবেদনা জানান। যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাসিন্দা উল্লেখ্য গত শনিবার( ২৪ শে জুলাই) সুনামগঞ্জে উনার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যু কালে তার বয়স ছিল ৮০ বছর।তিনি স্ত্রী ২ ছেলে ৪ মেয়ে নাতি নাতনি আত্মীয় সজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।