রাজবাড়ী জেলা প্রতিনিধি : টি এম এম আলমগীর আল আরাফ,কঠোর লকডাউনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজবাড়ীতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চলমান লকডাউনের তৃতীয় দিন রবিবারে ও রাজবাড়ীতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। টহলের পাশাপাশি বেরিকেট দিয়ে জনগণকে জিজ্ঞাসাবাদ ও চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেটেদের নের্তৃত্বে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত। এদিকে সকাল থেকে শহরে রিক্সা, অটোরিক্সা, মোটর সাইকেল ও সাধারন জনগণকে চলাচল করতে দেখাগেছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহণ। এছাড়া জরুরী সেবার ব্যবসা প্রতিষ্ঠান ব্যাতিত বেশির ভাগ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।