তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন,তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি জুয়া খেলার উপকরণ সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,উপজেলার বড়দল উওর ইউনিয়নের পুরানঘাট গ্রামের মৃত সাব্বির উদ্দিনের ছেলে মালু মিয়া, একই গ্রামের আবু জাহেরের ছেলে মোহাম্মদ হানিফা, কুদরত আলীর ছেলে সুজন মিয়া।
প্রসঙ্গত, রবিবার রাতে ‘৯৯৯’ এ ভোক্তভোগীরা মুঠোফোনে কল করে অভিযোগ করেন, উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের সততা বাজারে দুটি চা-ষ্টল কাম মুদি দোকানে মাদক ও জুয়ার আসর বসানো হচ্ছে প্রতিনিয়ত।
এমন অভিযোগের প্রেক্ষিতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতেই অভিযানে নেমে পুরানঘাট গ্রামের সততা বাজারের প্রয়াত প্রাঙ্গন চেয়ারম্যান রুস্তম আলীর ছেলে সালাউদ্দিন ওরফে নিখিলের চা-ষ্টল ও একই গ্রামের একই বাজারের আব্দুর নূর তালুকদারের ছেলে মামুন মিয়া তালুকদারের চা-ষ্টল হতে ১৩২০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি, নগদ টাকা, জুয়া খেলার তাস, গাফলা, দুটি মুঠোফোন সেট জব্দ করে।
অভিযানে তিন জনকে গ্রেফতার করা হলেও কৌশলে সালাউদ্দিন ওরফে নিখিল, মামুন তালুকদার পালিয়ে যায়।
সোমবার তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার এসআই মো.আলমাছ মিয়া নিশ্চিত করেন।