রাঙামাটি থেকে শাকিল মন্ডল: রাঙামাটির জেলার বরকল উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় সর্বক্ষণ কাজ করে যাচ্ছে বরকল উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনে মাঠে রয়েছে বরকল উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকথায় চতুর্থ দিনে বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের বিভীন্ন বাজারে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানার নেতৃত্ব মোবাইল কোর্ট এবং বিভিন্ন্য উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন পিআইও মো আব্দুল কাইয়ুম খান, এবং ভূষনছড়া ইউনিয়নের ইউপি সদস্য সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা জানান, আজ বরকল উপজেলার ভূষনছড়া, এরাবুনিয়া,কলাবুনিয়া, আইমাছড়া, বামলেন্ড, বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারের দোকান ব্যবসায়ীদের পন্যের মুল্য নির্ধারন করে প্রতিটি দোকানে তালিকা প্রনয়ন করার নির্দেশ দেয়া হয়। সর্বশেষ বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন ইতিমধ্যে বরকল উপজেলায় ছয়জন করোনা ভাইরাসে আকান্ত হয়েছে তাই সবাইকে মাস্ক পড়তে হবে বাজারে অযথা ঘোরাফেরা করা যাবে না, জনসমাগম না করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য বিধি-নিষেধগুলো মেনে চলুন।