তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বি এনপির সাবেক সভাপতি। ফাজিলপুর ব্যাবসায়ি সমিতির সভাপতি,সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক আর নেই,
বুধবার সকালে বার্ধক্য জনিত কারণে তিনি সোহালা গ্রামের বড়বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না…..রাজিউন)।ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে, সাবেক বি এনপির সভাপতির মৃত্যুতে গভীর শুক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব নজির হুসেন, সুনামগঞ্জ জেলা বি এনপির সহঃ সাধারন সম্পাদক জুনাব আলী, সুনামগঞ্জ জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক তাহিরপুর উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, তারা বলেন ফজলুল হক সাহেব ছিলেন বি এনপির নিবেদিত প্রান, ওনাকে হারিয়ে বিএনপি একজন অভিভাবক কে হারিয়েছে, ওনার অসময়ে চলে যাওয়া বি এনপি পরিবারের জন্য অপূরনীয় ক্ষতি হল।তারা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন,এবং শুক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা যানান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ছেলে ও ৪মেয়ে, নাতি, নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুমের ভাতিজা সাবেক ইউপি চেয়াম্যান রাখাব উদ্দিন জানান, আজ (শনিবার) বিকেল ছয়টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে সোহালা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে