রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল, কঠোর লকডাউনের মাঠে বরকল উপজেলা প্রসাশন সাথে রয়েছে (১২ বিজিবি ছোট হরিণা জোন) ( ৪৫ বিজিবি বরকল সদর জোন) ও বরকল থানা পুলিশ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ২সপ্তাহের কঠোর লকডাউনের বরকল উপজেলা প্রসাশন কড়া অবস্থান। কার্যক্রম চলছে প্রতিনিয়তো, চলছে মোবাইল কোর্ট অভিযান।
এসময় বিনা প্রয়োজনে চলাচল নিষিদ্ধ, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান নিশ্চিত করা ও জনসাধারণের মাঝে করোনায় সচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালন করা হয়। এ বিষয়ে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুয়েল রানা বলেন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা লকডাউন নিশ্চিত করতে প্রতিটা বাজারে দিন-রাত টহল দিয়ে যাচ্ছি। এছাড়াও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনে মাস্ক পরিধান করে চলাচলে সাহায্য করছি।