মহেশখালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম,মুসলমানরা সবকিছু করে আল্লাহ কে খুশি করার জন্য।আল্লাহ কে পাওয়ার জন্য মুসলমানরা রাতের গভীরে তাহাজ্জুদ নামাজে মকবুল থাকে। কক্সবাজার জেলার, মহেশখালী উপজেলার, হোয়ানক ইউনিয়নের দক্ষির রাজুয়ার ঘোনা এলাকায় পাহাড়তলী গ্রামে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় পাহাড় ধসে মোহাম্মদ আলী মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃদ্ধের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ২৮ই জুলাই(বুধবার) ভোররাত আড়াইটার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের দক্ষিণ রাজুয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী মিয়া ওই এলাকার মৃত রফিক উদ্দিনের পুত্র।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, টানা বৃষ্টি ও পাহাড় ধসে বাড়িতে মাটি ঢুকে পড়ে। এতে অন্যান্য সদস্যরা বের হতে পারলেও ঘরে আটকে যায় আমার বৃদ্ধ পিতা আলী হোসেন। পরে পাহাড়ের মাটির আঘাতে তার মৃত্যু হয় এই সময় একটি গরু ও একটি ছাগলও মারা যায়। পাহাড় ধসের ঘটনায় নিহত আলী হোসেনের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি মহেশখালীতে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। পাহাড় ধসে বাড়ি ভেঙ্গে নামাজ পড়া অবস্থায় আমার এলাকায় এক বৃদ্ধ মারা গেছে।
খবর পেয়ে কক্সবাজার-২ মহেশ খালি-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব,আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরির্দশন করে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতা প্রধান করেন।