স্থানীয়দের হাতে আবারো আটক,মাতার বাড়ী কয়লা বিদুৎ প্রকল্পে দালালচক্রদের নিয়ে অনেক বহিরাগত শ্রমিক। দালালদের নতুন স্টাইলের আমদানি,মালবাহি ট্রাকে ওপরে ট্রিপল,ট্রিপলের নিচে বহিরাগত শ্রমিক।
বিশ্বের বৃহত্তম প্রকল্প মাতার বাড়ী কয়লা বিদুৎ প্রকল্প।এই প্রকল্পে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় কোম্পানি। এই কয়লা বিদুৎ প্রকল্পের জন্য মাতার বাড়ী মানুষ হারিয়েছে তাদের অনেক জমিজমি।যে জমিতে গ্রীষ্মের সময় লবণ চাষ ও বর্ষার সময় চিংড়ি ও বিভিন্ন ধরনের মাছ চাষ করে আয় করত কোটি কোটি টাকা।দেশের উন্নয়নের দিকে তাকিয়ে, মাতার বাড়ীর সাধারণ জনগণ তাদের জমিজমা ছেড়ে দিলেও, স্থানীয়রা পাইনি মাতার বাড়ী কয়লা বিদুৎ প্রকল্পে কোনো চাকরী।তাই মাতার বাড়ীর শতকরা আশি ভাগ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।কিন্তু কয়লাবিদ্যুৎ প্রকল্পে তৎপরতা চালাচ্ছে বহিরাগত শ্রমিকেরা।দেশের বিভিন্ন এলাকা থেকে দালালেরা নিয়ে আসে বহিরাগত শ্রমিক। যার কারণে মাতার বাড়ীর সাধারণ জনগণ পাচ্ছেনা কোনো কাজ বা চাকরী।দালালদের মাধ্যমে আসা বহিরাগত শ্রমিকদের স্থানীয়রা বারবার বাধা সৃষ্টি করলে,দালালেরা বহিরাগত শ্রমিক আমদানির জন্য কোনো পথ খুজে না পেয়ে অবশেষে তারা মালবাহী ট্রাকে করে,ওপরে ট্রিপল ও ভিতরে শ্রমিক নিয়ে আসতেছে।তাই স্থানীয় জন সাধারণের জোরালো দাবি,দালালদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হওক