মহেশখালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম প্রচন্ড বৃষ্টিও জোয়ারের পানিতে প্লাবিত বাংলাদেশের বিভিন্ন এলাকা।একারণে দেশের মানুষ যেকোনো সময় হঠাৎ দূর্ঘটনা ঘটে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে।নামাজের জন্য অজু করতে গিয়ে কক্সবাজারের পেকুয়ায় নুরনেছা নামে ৭৫ বছর বসয়ী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফজরের আগে তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছেন ওই বৃদ্ধা। মঙ্গলবার ভোরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নুরনেছা ওই গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।
নিহতের ছেলে কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোররাত ৪টার কিছু আগে মা তাহাজ্জুদ ও ফজরের নামাজের অজু করার জন্য পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।