৩ আগষ্ট ২০২১ ইং সোমবার বিকেল ০৩ টার দিকে প্রতিদিনের মতো টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্যেশ্যে দুইটি যাত্রীগামী ট্রলার রওনা হয় । তার মধ্যে একটি ট্রলার মাঝ পথে এসে ইঞ্জিন নষ্ট হয়ে যায়। অন্যটি সেন্টমার্টিন পৌছে গেলেও ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া ট্রলারটি এখানো সন্ধান পাওয়া যায়নি। সার্ভিস বোটে থাকা কারো মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছেনা। ওই ট্রলারে প্রায় ৪০জন মতো যাত্রী রয়েছে বলে এমনটাই জানা যায়।