রাজবাড়ী জেলা প্রতিনিধি : টি এম এম আলমগীর আল আরাফ করোনা ভাইরাস প্রতিরোধে দেশে ব্যাপী গ্রাম পর্যায়ে দেওয়া হচ্ছে করোনার টিকা। আজ ৭ই আগস্ট শহীদওহাব পুর ইউনিয়নে শুরু হয়েছে এই কার্যক্রম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৭ আগস্ট থেকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা নেওয়া যাবে। প্রত্যেক ইউনিয়নে টিকা দেওয়া হচ্ছে।করোনা প্রতিরোধে টিকা দান কমিটির সদস্য সচিব বলেন, গ্রাম পর্যায়ে টিকাদানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ, থানা পুলিশ এবং রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকগণও সহযোগিতা করবে।