রাঙ্গামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল রাঙামাটির বরকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং দুস্থ নারীর মাঝে নগদ টাকা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বরকল উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জাতীয় পর্যায়ে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানায়, রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বঙ্গমাতা সংকটে, সংগ্রামে নির্ভিক সহযাত্রী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরকলে ও বঙ্গমাতার জন্মদিন শ্রদ্ধায় এবং ভালোবাসায় উদযাপিত হয়। সভায় বক্তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা এবং দোয়া শেষে বৃক্ষরোপণ ও ০৬ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং ০৩ জন নারীদের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ ২০০০ টাকা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুয়েল রানা, ও সরকারের বিভিন্ন দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ্ স্বেচ্ছাসেবক।